আমরা যদি একসাথে কাজ করতে পারি সারা বছর তাহলে ভোটের সময় কেন ভোট ভাগ হবে? প্রশ্ন মমতার

Spread the love

আজ হিন্দি ভাষীদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারই দেয়। তৃণমূল কংগ্রেস সরকার পবিত্র ছট পূজা উপলক্ষ্যে দুইদিন ছুটি এবং হোলির জন্য একদিন ছুটি ঘোষণা করে। আমরা হিন্দি বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্থাপন করেছি, আমরা ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছি এবং জীবনে সফল হতে সাহায্য করছি, ভবিষ্যতে আরও কাজ করব। আমাদের উপর ভরসা রাখুন।’

মমতা বলেন, ‘আজ পাঞ্জাবের কৃষকরা লড়াই করছেন, আমরা তাদের সাথে রয়েছি, আজ রাজস্থানীরা, জাঠরা লড়ছেন, আমরা তাদের সাথে রয়েছি, হরিয়ানার লোকেরাও লড়াই করছেন, আমরা তাদের সাথে আছি। আজ পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশের লোকেরা বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এবং বাংলার মানুষ সর্বদা তাদের বিপক্ষে ছিল। সবাই বিজেপি ছেড়ে দিলে তারা কাকে ধরে রাখবে?’

তিনি বলেন, ‘রাস্তায় চায়ের দোকানে, বাজার হাটে, পাড়ায় মানুষের সাথে কথা বলুন। রাস্তায় সবার সাথে কথা বলুন। ছোট ছোট দল বানিয়ে কথা বলুন। এখন আপনারা আপনাদের কাজ করুন, নির্বাচনের পর আমরাই ৩৬৫ দিন আপনাদের কাজ করব। আমরা সর্বস্ব দিতে প্রস্তুত। গোটা দেশ থেকে মানুষ এই বাংলায় আসেন। বাংলা একটা বড় পরিবার, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। ‘

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*