বন্যা-ধসে ধ্বস্ত ৫ রাজ্যকে অতিরিক্ত ১৭৫১ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র

Spread the love

২০২০ সালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের জন্য অতিরিক্ত ১৭৫১ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য বরাদ্দ করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি এই বরাদ্দ অনুমোদন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অসম, অরুণাচলপ্রদেশ, ওড়িশা, তেলাঙ্গানা ও উত্তরপ্রদেশকে এই বাড়তি সাহায্য দেওয়া হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা এনডিআরএফ থেকে এই বরাদ্দ দেওয়া হবে।

অসমকে দেওয়া হবে ৪৩৭.১৫ কোটি টাকা, অরুণাচল প্রদেশকে ৭৫.৮৬ কোটি টাকা, ওড়িশাকে ৩২০.৯৪ কোটি টাকা, তেলাঙ্গানাকে ২৪৫.৯৬ কোটি টাকা ও উত্তরপ্রদেশকে ৩৮৬.০৬ কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হবে। ২০১৯-২০ সালে শিলাবৃষ্টিতে রবিশস্য চাষে ক্ষতি হওয়ায় উত্তরপ্রদেশের জন্য ২৮৫.০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

অতিরিক্ত অর্থবরাদ্দ অনুমোদনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, অসম, অরুণাচলপ্রদেশ, ওড়িশা, তেলাঙ্গানা এবং উত্তরপ্রদেশের ভাই ও বোনেরা, যাঁরা জাতীয় বিপর্যয়ের সময় সাহসিকতা দেখিয়েছেন, তাঁদের সাহায্য করতে চায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বিপর্যয়ের পরপরই এই পাঁচ রাজ্যেই কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ নিযুক্ত করেছিল সরকার। তারাই রাজ্যগুলির ক্ষতির বিষয়টি তুলে ধরেছে কেন্দ্রের কাছে।

২০২০-২১ সালে সরকার এখনও পর্যন্ত এসডিআরএফ থেকে ২৮টি রাজ্যের জন্য ১৯,০৩৬.৪৩ কোটি টাকা এবং এনডিআরএফ থেকে ১১টি রাজ্যের জন্য ৪,৪০৯.৭১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*