অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানহানি মামলার করার হুঁশিয়ারি দিয়ে এবার আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী।
নোটিশে তিনি বলেছেন, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ বা আত্মহত্যা চেষ্টা করলেই দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ নিষ্পত্তি হয়ে যায় না। ভারতীয় দণ্ডবিধিতে এই অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রয়েছে। আইন না জেনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশের সঙ্গে আইনের বই পাঠিয়ে অভিষেকের সুস্থতাও কামনা করেছেন শুভেন্দু।
দলবদলের পর বিজেপির হয়ে ভোটের প্রচারে ঝাঁপিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন তিনি। ‘ভাইপো’ সম্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই আক্রমণের ঝাঁঝটা বেশি। শুভেন্দু অধিকারী। স্লোগানও তুলেছেন, ‘তোলাবাজ ভাইপো হটাও’। চুপ করে বসে নেই ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদও। নারদকাণ্ডে টাকা নেওয়ার ভিডিও-কে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন অভিষেকও।
Be the first to comment