আগামীকাল ডুমুরজলার সভায় আসছেন স্মৃতি ইরানি। জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁরা কেউ আসতে পারছেন না । তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি।
আগামীকাল ডুমুরজলায় সভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে তাঁর বাংলা সফরসূচি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে । রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল, ডুমুরজলার সভা থেকেই অমিত শাহর হাত ধরে পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।
কিন্তু অমিত শাহর সফর সূচি বাতিল হওয়াও আপাতত সেই জল্পনায় ইতি পড়েছে। এই পরিস্থিতিতে আজই দিল্লির উদ্দেশে উড়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
বনমন্ত্রীর পদ আগেই ছেড়েছিলেন রাজীব । দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল । সাবধানে এড়িয়ে যাচ্ছিলেন দলীয় কর্মসূচি । এরপর গতকাল বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দেন । তারপর শেষ বেলায় তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেন । এই পরিস্থিতিতে রাজীবের দিল্লি উড়ে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
Be the first to comment