‘চাটার্ড বিমানে আমিও দিল্লি যাচ্ছি’, জানালেন প্রবীর ঘোষাল

Spread the love

ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার সঙ্গে  চাটার্ড বিমানে দিল্লিতে যাচ্ছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ৷ সংবাদমাধ্যমকে তিনি নিজেই সেকথা জানালেন ৷

জানা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য দিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে। সেই বিমানে করেই বিকেল চারটে নাগাদ রাজধানীতে পৌঁছবেন তিনি। সেখানে গিয়ে প্রথমে বৈঠক করবেন অমিত শাহর সঙ্গে। তারপর বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক করতে পারেনি তিনি। তাঁর সঙ্গেই বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রাণাঘাটের প্রাক্তন মেয়র পার্থ সারথি চট্টোপাধ্যায়ও দিল্লি যাচ্ছেন ৷

শুক্রবার রাতে কলকাতায় আসার কথা ছিল শাহের। সেই সফরের মধ্যেই রবিবার ডুমুরজলায় রাজীবের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে সেই সফর বাতিল হয়ে যায়।

সূত্রের খবর, সেই পরিস্থিতিতে ডুমুরজলার সভার জন্য অপেক্ষা না করে শনিবারই রাজীবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। শনিবার সকালে তাঁর কাছে শাহের ফোনে আসে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পাওয়ার পরই রাজীবের দিল্লি যাত্রায় চূড়ান্ত সিলমোহর পড়ে যায়।

জানা গিয়েছে, রাজীবকে জানানো হয় তাঁর সঙ্গে যাঁরা আসতে চান তাঁদের নিয়ে আসার জন্য৷ সেজন্য দ্রুত বিশেষ চাটার্ড বিমানের বন্দোবস্ত করা হয়েছে। তবে এদিনই তাঁরা কলকাতায় ফিরে আসবেন বলে জানা গিয়েছে ৷ রবিবার হাওড়ার ডুমুরজলায় সভায় তাঁরা স্মৃতি ইরানির উপস্থিতিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ অমিত শাহ ওই সভায় ভার্চুয়ালি থাকবেন বলে জানা গিয়েছে ৷

রাজনৈতিক মহলের মতে, যে সব হেভিওয়েট নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বা দিতে চলেছেন, তাঁদের মধ্যে সবথেকে পরিচিত মুখ হলেন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় । গত ১৯ ডিসেম্বর শাহের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন শুভেন্দু। রাজীবের ক্ষেত্রেও সেই পরিকল্পনা করা হয়েছিল। শেষমুহূর্তে তা ভেস্তে গেলেও রাজীবকে যে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই বার্তা দিতেই তাঁকে বিশেষ বিমান পাঠইয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে রাজনৈতিক শিবিরের অভিমত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*