আজ অমিত শাহের নির্ধারিত সভা বাতিল হয়েছে। ঠাকুরনগর তাতে হতাশ। যদিও সকলের আশা, নতুন সফরসূচি তৈরি হলে তাতে মতুয়া-মহলের জায়গা থাকবেই।
প্রস্তুতিও ছিল সম্পূর্ণ। অপেক্ষা ছিল শনিবার দুপুরের, আসবেন অমিত শাহ। মতুয়া সম্প্রদায়ের অনেকে আশায় বুক বেঁধেছিলেন। অনেক টালবাহানার পরে অবশেষে হয়তো খোদ অমিত শাহ নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে কিছু বলবেন। কিন্তু শুক্রবার রাতে আচমকা ছন্দপতন মতুয়া সমাজের যাবতীয় প্রত্যাশায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠাকুরনগরের সভা বাতিলের কথা জানিয়ে দেওয়ার পরেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর নিজের বাসভবনে মতুয়া প্রতিনিধি এবং দলে তাঁর ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসেন। বনগাঁ বিজেপি নেতৃত্ব বাইরে থেকে মতুয়া ভক্তদের ঠাকুরনগরে আনার ব্যবস্থা করেছিলেন। সে সব রাতারাতি বাতিল করে দেওয়া হয়।
Be the first to comment