অর্জুন সিংকে আইনি নোটিশ পাঠাচ্ছেন অরূপ রায়

Spread the love

বেলুড়ে গুলিকাণ্ডে রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ের হাত রয়েছে বলে দাবি করেছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তার পরিপ্রেক্ষিতেই অর্জুন সিংকে আইনি নোটিশ পাঠাচ্ছেন অরূপ রায়৷ শনিবার অথবা রবিবার অর্জুনের কাছে পৌঁছে যাবে নোটিশ।

দিন দুয়েক আগে চাঁচাছোলা ভাষায় সমবায় মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। দাবি করেছিলেন, বেলুড় গুলি কাণ্ডে হাওড়ার দাপুটে এই তৃণমূল নেতার যোগ রয়েছে। তিনি এও বলেছিলেন, অরূপবাবুও বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, কিন্তু তাঁকে দলে নেওয়া হবে না। এই মন্তব্যের কারণেই অর্জুন সিংকে আইনি নোটিস পাঠাচ্ছেন অরূপ রায়।

শনিবার অরূপ রায় বলেন, উনি যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি প্রথম থেকে তৃণমূলের সঙ্গে রয়েছি। সেই সময়ে দলের পতাকা ধরার কেউ ছিল না। অর্জুন মিথ্যে কথা বলছেন। আমাদের আদর্শ কখনও বিক্রি হয় না। নিজেদের স্বার্থে ক্ষমতা ভোগ করার জন্য যাঁরা দল ত্যাগ করেন সেরকম লোক অর্জুন সিং ও আরও অনেকে হতেই পারেন, কিন্তু আমি নই।

অরূপ রায় জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি আইনজীবীকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবিষয়ে এখনও অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া মেলেনি। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এক প্রকার অভিযোগ তুলে বিদ্রোহী হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা।  বৈশালী ডালমিয়া প্রকাশ্যে অরূপ রায়ের নাম করে অভিযোগ করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ও এক প্রকার সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। শনিবারই দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়ার একঝাঁক প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*