ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি একদিনের ঝটিকা সফরে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া হেলিপ্যাড ময়দানে I.O.C অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এমনই সূত্র মারফত খবর আরও জানা গিয়েছে যে, সম্ভবত ৮ ফেব্রুয়ারি রাজনৈতিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এই মুহূর্তে কোনও কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি রাজ্য বিজেপি পক্ষ থেকে। এদিকে তার আগে আগামী ৬ ফেব্রুয়ারি কাঁথিতে সভা করবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়।
ঠিক তার পরের দিনই জেলায় আসবেন প্রধানমন্ত্রী। আর যাকে ঘিরে ক্রমশ পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক সমীকরণে রাজ্য রাজনীতি পারদ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই নন্দীগ্রামে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সে কথায় নন্দীগ্রামের জনসভা থেকে ঘোষণা করেন স্বয়ং নেত্রী নিজ মুখেই। আর জননীতির জবাব ফিরিয়ে দেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর ক্রমশ তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করে চলেছে।
শুভেন্দুর মুখ থেকে শোনা যায় যে মমতা বন্দোপাধ্যায় যদি নন্দীগ্রামের প্রার্থী হন তাহলে মমতা বন্দোপাধ্যায়কে ৫০ হাজার ভোটে হারাবো। এদিকে পাখির চোখ বিধানসভা ভোট। রাজ্যবাসীর মন পাওয়ার চেষ্টার কসুর করছে না বিজেপি।
নিয়ম করে রাজ্যে আসছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। এবার ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ঝটিকা সফরে আসবেন মোদী। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর। তবে ভোট ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Be the first to comment