বাংলার উন্নয়নের স্বার্থে শাহর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী বন্দ্যোপাধ্যায়রা। দীর্ঘক্ষণ বৈঠক শেষে সরকারিভাবে বিজেপিতে যোগ দেন রাজীব সহ পাঁচ তৃণমূল নেতা।
পরে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে রাজীব আরও বলেছেন, অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এবার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা। সবাই মিলে কাজ করার কথা বলেছেন তিনি। রাজীব বলেন, ”কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে কাজের জন্যই এই পদক্ষেপ। মানুষের উন্নয়নের স্বার্থে বাংলার জন্য স্পেশ্যাল প্যাকেজের দাবি জানাচ্ছি।”
বেশ কয়েকদিন ধরে রাজনীতিতে চর্চায় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনিও শনিবার অমিত শাহর বাড়িতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন বিজেপিতে। তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে রাজনীতির পথে পা রেখে তিনি বললেন, ”শিগগিরই মাঠে নামব। কাজ করতে হবে মানুষের জন্য।”
অন্যদিকে, বাংলার মানুষ অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সে বিষয়টি শাহকে জানিয়েছি। উনি দেখবেন বলে জানিয়েছেন বলে জানালেন বৈশালী ডালমিয়া। এমনকি, আগামিদিনে বালি থেকে লড়াই করেই মানুষের পাশে থাকবেন বলে জানিয়ছেন বৈশালী।
ভোটের মুখে সবার বিবেক জেগে উঠেছে, তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, বিশ্বাসঘাতকের রাজনীতির বিরুদ্ধে আগামী নির্বাচনে ভোট দেবেন মানুষ।
Be the first to comment