সরকারের সঙ্গে আলোচনায় রাজি। প্রধানমন্ত্রীর বার্তার পরেই বললেন প্রতিবাদী কৃষকরা। তাঁদের কথায়, দিল্লির উপকণ্ঠে কৃষকরা বসে আছেন সরকারের সঙ্গে কথা বলার জন্যই। সরকার যদি কথা বলতে রাজি থাকে, তা হলে কৃষকরাও আলোচনায় যেতে প্রস্তুত। তবে তাদের দাবির যে কোনও পরিবর্তন হচ্ছে না, তা-ও জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
কৃষক আন্দোলনে যাতে আর কোনও গোলমাল না ঘটে, সেই কারণে একাধিক সীমানায় ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। আলোচনার কেন্দ্রে থাকা গাজিপুর সীমানায় পুলিশি নিরাপত্তা বেড়েছে। কৃষকরা এখনও তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড়। প্রধানমন্ত্রী শনিবারই বলেছিলেন, কৃষক নেতারা একটা ফোন করলেই হল। তা হলেই ফের আলোচনা শুরু করা যাবে।
Be the first to comment