ডুমুরজলা সভামঞ্চ থেকে বাংলাতেই ভাষণ শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির নেত্রী স্মৃতি ইরানি। ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে তিনি ভাষণ শুরু করেন তিনি। ‘জয় শ্রী রাম ধ্বনি দিল্লিতে পৌঁছতে হবে’ বলে জানান তিনি।
তিনি বলেন, ‘জয় শ্রী রাম ধ্বনিকে যে দল অপমান করে সেই দল কোনও দেশভক্ত করতে পারে না।’ তাঁর বক্তব্য, ‘লকডাউনে চাল-ডাল চুরি করেছে তৃণমূল।’ তাঁর বক্তব্য রাজীব বন্দোপাধ্যায়ের মতো তিনিও বলেন। ‘চুপচাপ পদ্মে ছাপ’।
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, ‘গরীবের প্রতি কেন আপনি অন্যায় করলেন?’ ‘করোনা এক্সপ্রেস’ নিয়েও ‘দিদি’কে কটাক্ষ করেন স্মৃতি ইরানি।
আম্ফানের টাকা ‘লুঠ’ হয়েছে বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘দিদি আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলার কৃষকেরা আপনার কি ক্ষতি করেছে। আপনি দু বছর কৃষকদের কৃষি সম্মান নিধি দিলেন না।’
সভামঞ্চ থেকে স্মৃতি ইরানি বলেন, ‘যেখানে দুর্নীতি সেখানে টিএমসি। চাল চুরিতে টিএমসি, ডাল চুরিতে টিএমসি, ত্রিপল চুরিতে টিএমসি। আর সেজন্যই বাংলায় টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে।”জয় হিন্দ’, ‘জয় ভারত’ জয় শ্রী রাম আওয়াজ তুলে তিনি নিজের বক্তব্য শেষ করেন।
Be the first to comment