রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান পর্ব অনুষ্ঠান শেষে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। তৃণমূল যুব কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়একটি টুইট করে বলেন, ভুল গেয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। যারা দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের কথা বলেন তাঁরা একটা জাতীয় সঙ্গীত ঠিকমতো গাইতে পারেন না? এরা দেশের সম্মান ও গৌরব বৃদ্ধির দাবি করেন। এটা অত্যন্ত লজ্জাজনক। নরেন্দ্র মোদী ও অমিত শাহ কী এর জন্য ক্ষমা চাইবেন?
এর পাল্টা দিয়েছে বিজেপিও। তৃণমূল কংগ্রেসের মঞ্চেও ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার পাল্টা টুইট করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। শঙ্কুর টুইটে দেখা যাচ্ছে এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী জাতীয় সঙ্গীত গাইছেন। হঠাৎই একটি অংশ বাদ পড়ে গেল। পরের লাইনেও বলতে গিয়ে চোট খেলেন। এটা কে করলেন? তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার পাশে ছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শঙ্কু বলেন, আজকে বিজেপির অনুষ্ঠানে সামান্য ভুলকে গুরুত্ব দিয়ে বিচার না করে যিনি এই অভিযোগ এনেছেন, সেই সাংসদকে বলি তাঁরা কি চন্দ্রিমা ভট্টাচার্য কে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন?
Be the first to comment