শুভেন্দুর পর এবার জ়েড ক্যাটেগরির নিরাপত্তা রাজীবকেও। রাজ্যের মধ্যে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে তাঁকে। অন্য রাজ্যে গেলে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি।
বিজেপির কাছে এখন পাখির চোখ বাংলা। সামনে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের প্রতিটি ঘুঁটি সাজিয়ে নিতে চাইছেন দিলীপ-কৈলাসরা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্যও একই ব্যবস্থা।
৩০ জানুয়ারি রাতে অমিত শাহর বাসভবনে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব-বৈশালীরা। এরপর রবিবার ডুমুরজলার মাঠে বিজেপির মেগা শো। শুভেন্দুকে পাশে নিয়ে রাজীবের ডাক দিলেন, পরিবর্তনের পরিবর্তন চাই। আর ডুমুরজলার সভার রেশ ২৪ ঘণ্টা যেতে না যেতেই এবার রাজীবকেও দেওয়া হল জেড ক্যাটেগরির নিরাপত্তা।
জেড ক্যাটেগরির নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর ২২ জন জওয়ান। এর মধ্যে চার থেকে পাঁচ জন এনএসজির কমান্ডো। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তিনি পাবেন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা। সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর ১১ জন জওয়ান। তাঁদের মধ্যে একজন বা দু’জন থাকেন কমান্ডো।
Be the first to comment