প্রত্যাশিত ভাবেই বাজেটের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য বড় উপহার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ বাংলায় সড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং হাইওয়ে নির্মাণে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী ৷
সোমবার অর্থমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মোট ৬৭৫ কোটি রাস্তা নির্মাণ করা হবে ৷ তার মধ্যে কলকাতা- শিলিগুড়ি জাতীয় সড়ক (এনএইচ ৩৪)-এর কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী ৷ দীর্ঘ দিন ধরেই ৩৪ নম্বর জাতীয় সড়ক চওড়া করার কাজ চলছে ৷ কিন্তু জমি জটে সেই কাজ অনেকটাই বিলম্বিত হয়েছে ৷
এর পাশাপাশি বিজয়ওয়াড়া থেকে খড়্গপুর এবং গোমো- ডানকুনি ফ্রেট করিডর প্রকল্পের কথাও ঘোষণা করেছেন সীতারমণ ৷ এ ছাড়াও বাংলা এবং অসমের চা শ্রমিকদের জন্য় ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷
তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরল, তামিলনাড়ুর মতো যে রাজ্য়গুলিতে এ বছর বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও মেট্রো প্রকল্প সহ পরিকাঠামো নির্মাণে বিপুল অর্থ বরাদ্দ করেছেন মোদী সরকার ৷ কেরলে ১১০০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা ৷ তামিলনাড়ুতে ৩৫০০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ ২০২১ সালের মধ্যে ১১ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন নির্মলা ৷
Be the first to comment