বাজেটে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স বৃদ্ধি দুই হাজার পয়েন্টের বেশি

Spread the love

বাজেটের তাৎক্ষণিক ইতিবাচক ফল দেখা যাচ্ছে শেয়ার বাজারে। কিছুক্ষণ আগে বাজেট বক্তৃতা শেষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । ইতিমধ্যেই সেনসেক্সের দু হাজার পয়েন্টের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে।

এদিন বেলা একটা ৫০ মিনিট নাগাদ ২০৫০ পয়েন্ট উঠে সেনসেক্স ৪৮৩৪০.৮৬ পয়েন্টে পৌঁছে যায়। একইরকম ভাবে একসময় নিফটি  ৫৫৯ পয়েন্ট উঠে ১৪,১৮১.৬৫ পয়েন্টে উঠে আসে।

আজ সকাল থেকেই  বাজার বেশ তেজি ছিল। বাজার খুলতেই শেয়ার সূচক উপরে উঠতে দেখা যায়। সকালে বাজার খোলার কিছুক্ষণের নধ্যেই সেনসেক্স ৪০৭ পয়েন্ট বা .৮৮ শতাংশ উপরে উঠে পৌঁছে যায় ৪৬,৬৯২ পয়েন্টে। অন্যদিকে নিফটি ১২৪ পয়েন্ট বা .৯১ শতাংশ উপরে উঠে পৌঁছয় ১৩,৭৫৯ পয়েন্টে।

তবে সাধারণ বাজেট পেশ হওয়ার আগের ছয়টি লেনদেন দিনে শেয়ার সূচক নামতে দেখা গিয়েছিল। এর আগের লেনদেনের দিন অর্থাৎ শুক্রবার শেয়ার বেচার চাপে বিএসই সেনসেক্স ৫৮৮ পয়েন্ট নেমেছে, অন্যদিকে নিফটির পতন হয়েছে ১৮৩ পয়েন্ট। গোটা দিন বাজারে অস্থিরতা বিরাজ করেছে ফলে উভয় শেয়ার সূচক ওঠানামা করতে দেখা গিয়েছে।

এর আগের লেনদেনের দিন অর্থাৎ শুক্রবার সেনসেক্স দিনের শেষে ৫৮৮.৫৯ বা১.২৬ শতাংশের নিচে নেমে অবস্থান করছে ৪৬,২৮৫.৭৭ পয়েন্ট। এরফলে গত ছটি লেনদেনের দিনে মোট সেনসেক্স নেমেছিল ৩৫০৬.৩৫ পয়েন্ট বা ৭.০৪ নেমেছে। ওইদিন বিএসই সূচক ১২৬৩.২০ পয়েন্ট ওঠানামা হয়েছে। সেনসেক্স তালিকায় থাকা ২৬টি শেয়ারের দাম সেদিন কমে গিয়েছিল।

পাশাপাশি একই রকম ভাবে গত শুক্রবার এনএসই নিফটি ১৮২.৯৫ পয়েন্ট অথবা বা ১.৩২ শতাংশ নেমে গিয়ে অবস্থান করছে ১৩,৬৩৪.৬০ পয়েন্ট । গত ছয় দিনে নিফটি নেমে গিয়েছিল ১০১০.১০ পয়েন্ট বা ৬.৮৯ শতাংশ।

এদিন বাজেট ভাষণের ঠিক আগে সকাল এগারোটা নাগাদ সেনসেক্স ৪৮৬ পয়েন্ট উপরে অবস্থান করছিল। এরপর বাজেট বক্তৃতা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে লগ্নিকারীদের সম্পদ বৃদ্ধি পায় ১.৮ লক্ষ কোটি টাকা। আর এক ঘন্টার মধ্যে লগ্নিকারীরা ধনী হয়েছেন ২.৪৪ লক্ষ কোটি টাকা যার ফলে বিএসইতে থাকা শেয়ারের বাজার মূল্য ১৮৮.৫৭ লক্ষ কোটি টাকা দাঁড়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*