রেল নিয়ে একাধিক বড় ঘোষণা অর্থমন্ত্রীর, বরাদ্দ ১,১০,০৫৫ কোটি টাকা

Spread the love

করোনার ধাক্কা সামলে প্রথম বাজেট। করোনা আবহে বাজেট পেশের নয়া ধরন। ভারতের ইতিহাসে প্রথম পেপারলেস বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংক্রমণের ঝুঁকির পাশাপাশি লক্ষ্য বিপুল ব্যয়ে লাগামও। সাংসদরাও বাজেটের নথি পাবেন ডিজিটাল মাধ্যমে।

২০২১-২২-এর বাজেটে রেল নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ রেলের জন্য ১,১০,০৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে ১,০৭,১০০ কোটি টাকা শুধুমাত্র মূলধন ব্যয়ের জন্য। অর্থমন্ত্রী জানান, ৪৬ হাজার কিলোমিটার রেল লাইনে ট্রেন ইলেক্ট্রিসিটিতে চলবে ৷ এছাড়া National Rail Plan ২০২৩ এর উপরে দ্রুত গতিতে কাজ চলছে ৷

এদিন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান এই বাজেট এমন পরিস্থিতিতে তৈরি করা হয়েছে যা আগে কখনও করা হয়নি ৷ ২০২০ সালে করোনার জেরে গোটা দেশ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে ৷

জানা গিয়েছে, ৪৬ হাজার কিলোমিটার রেল লাইনে বিদ্যুতে চলবে ট্রেন — ২০৩০ কে মাথায় রেখে ন্যাশনাল রেল প্ল্যান তৈরি করা হচ্চে — পর্যটন রেলওয়ে ট্র্যাকে নতুন ও আধুনিক কোচ — চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের জন্য ৬৩ হাজার কোটি বরাদ্দ

মেট্রো পরিষেবার উপরও জোর দেওয়া হয়েছে ৷ কোচি, বেঙ্গালুরু, চেন্নাই, নাগপুর, নাসিকে মেট্রো প্রোজেক্টের ঘোষণা করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*