বাজেট পেশের সময় গাঢ় লাল রংয়ের শাড়িতে নজর কাড়লেন নির্মলা

Spread the love

তৃতীয়বার বাজেট পেশ করার জন্য সোমবার সংসদে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ আগের দু’বারের মতো এবারও নজর কেড়েছে তাঁর শাড়ি৷ আজ, সোমবার তিনি সংসদে হাজির হন গাঢ় লাল রংয়ের শাড়ি পরে৷ যে শাড়ির পাড় সোনালি রংয়ের৷

ফলে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাঁর পোশাক নিয়ে৷ কেন এবারের বাজেট পেশ করার জন্য তিনি লাল রংকেই বেছে নিলেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে৷ কেউ কেউ এর মধ্যে বাংলার যোগ খুঁজে পাচ্ছেন৷ কারণ, সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন৷ তাই এই রংকেই বেছে নিয়েছেন তিনি৷ বাঙালি মহিলাদের এই ধরনের শাড়ি পরতে দেখা যায়৷

আবার কারও কারও মতে, লাল রং খুব পবিত্র৷ আর এই রং হল শক্তির প্রতীক৷ পাশাপাশি এই রংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসাও৷ সেটাকেই তুলে ধরতে নির্মলা সীতারামন এই পোশাকে এদিন অবতীর্ণ হন৷ কারণ, এবারের বাজেট বাস্তবেই কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় পরীক্ষা ছিল৷ ২০২০-২১ অর্থবর্ষ করোনা ভুগিয়েছে দেশের অর্থনীতিকে৷ সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হবে দেশকে৷

যদিও আগের দু’বার বাজেট পেশের সময় নির্মলা সীতারমনের পোশাক নজর কেড়েছিল ৷ তবে বাজেট পেশই নয়, যতবার সংসদে বা অন্য সময় প্রকাশ্যে দেখা গিয়েছে হয় সুতি না বলে সিল্কের শাড়িতে দেখা গিয়েছে মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*