নির্বাচনের কথা মাথায় রেখে ‘রোড ফর ভোট’। এভাবেই মোদী সরকারের বাজেটকে কটাক্ষ করলেন কংগ্রেসের সংসদীয় দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷
অধীর চৌধুরীর দাবি, সরকার নিজেকে বাঁচাতে চেয়েছে এই বাজেটের হাত ধরে। আর তা করতে গিয়েই হয়েছে সমস্যা। অধীর চৌধুরী এদিনের বাজেটে ঘোষিত বেসরকারিকরণ ঘিরে মোদী সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকার বেসরকারীকরণ করে নিজেকে বাঁচাচ্ছে।
অধীর চৌধুরী বলেন, রোড ফর ভোট -কে সামনে রেখে সরকার এগিয়েছে। কারণ কিছু কিছু রাজ্যে সামনে এখন ভোট রয়েছে। এই সুর ধরে তিনি বলেন, আশা করা হয়েছিল গরীবদের হাতে মোদী সরকার টাকা দেবে। তবে তা হয়নি। বিলগ্নীকরণ থেকে বেসরকারিকরণের সরকার ভাবে দেশ বিক্রি করাই রাস্তা।
Be the first to comment