বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় শাহ-নাড্ডা

Spread the love

রাজ্যের পাঁচ জায়গা থেকে বেরোবে রথযাত্রা। বিজেপির ভাষায় পরিবর্তন যাত্রা। রাজ্য বিজেপির এই অন্দরে এই পরিবর্তন রথযাত্রা নিয়ে এখন সাজো সাজো রব। বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সই সম্বলিত চিঠি গেছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানে যে যাত্রা সূচি দেওয়া হয়েছে, তা হল ৬ ফেব্রুয়ারি ২০২১ নবদ্বীপ শহর থেকে রথযাত্রার সূচনা হবে। বিকেল ৩টেয় এই যাত্রার সূচনা হবে বলে বিজেপি সূত্রের খবর। বিজেপি সূত্রে আরও জানা যায়, এইদিন যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশ এই যাত্রাপথের মধ্যে পড়ে। এরপরে ৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে আসছেন সরকারি অনুষ্ঠানে। তাই সেইদিন কোনও রথযাত্রা নেই। ৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কোচবিহার টাউন ও কাকদ্বীপ এই দুটি জায়গাতে পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। কোচবিহারে এই যাত্রার মধ্যে যে জেলাগুলি পড়ে সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহ। এরপরে অমিত শাহর হাত দিয়ে পরিবর্তন রথযাত্রার সূচনা হবে কাকদ্বীপে। দিনটি হল ৮ ফেব্রুয়ারি। কাকদ্বীপ থেকে যে যাত্রার সূচনা হবে তার মধ্যে যে জেলাগুলি পড়ছে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা। ৯ তারিখ ঝাড়গ্রাম ও তারাপীঠে যাত্রার সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ঝাড়গ্রাম থেকে যে যাত্রা শুরু হবে তার মধ্যে যে জেলাগুলি পড়ছে তা হল হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। আর বীরভূমের তারাপীঠ থেকে যাত্রার সূচনা হবে, তার মধ্যে যে জায়গাগুলি পড়ছে সেগুলি হল বর্ধমান, আসানসোল, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া। ঝাড়গ্রাম, তারাপীঠ দুই জায়গা থেকেই যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। দিন ৯ ফেব্রুয়ারি। ইতিমধ্যে প্রশ্ন উঠেছে অমিত শাহর ঠাকুরনগর সভার তা হলে কি হবে? বিজেপি সূত্রের খবর অমিত শাহ ৮ তারিখ এসে ৯ তারিখ ঠাকুরনগর যেতে পারেন। সেক্ষেত্রে নাড্ডার ঝাড়গ্রাম ও তারাপীঠ যাত্রা সূচনা ১০ তারিখ হতে পারে। আবার এমনও শোনা যাচ্ছে অমিত শাহ ১০ ফেব্রুয়ারি আবার পশ্চিমবঙ্গে এসে ঠাকুরনগর যেতে পারে। সেক্ষেত্রে জে পি নাড্ডার কর্মসূচি অপরিবর্তিত থাকবে।
প্রশ্ন হল, রাজ্য সরকার কি অনুমতি দেবে এই পরিবর্তন রথযাত্রার। এই প্রশ্নের জবাবে প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজ্য সরকারকে জানিয়েছি মাত্র। কোনও অনুমতি চাইনি। অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ২০১১-তে পালাবদল হয়েছিল। পোশাকের রঙ-ঢং বদলেছিল, কিন্তু প্রকৃত বদল হয়নি। এটাই প্রকৃত পরিবর্তন যাত্রা। পুলিশ অনুমতি দেয় কিনা আমরা দেখব। আমরা দায়িত্বশীল বিরোধী দল। এবার তো আমাদের সরকারও চালাতে হবে। অনুমতি পাওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী। না হলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। রথযাত্রায় অমিত শাহ, জে পি নাড্ডা কেন? এই প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, আমাদের একান্নবর্তী পরিবার। বড় যৌথ পরিবারে যেমন অভিভাবকদের যে কোনও অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয়। এখানেও তাই হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*