ভোটের আগেই বিজেপির মুখে চা শ্রমিক, ফালাকাটায় কটাক্ষ মমতার

Spread the love

ফালাকাটায় গিয়ে জনজাতির মন ছোঁয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশী-কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা মনে করানোর পাশাপাশি তিনি নাচের তালে পা মেলান আদিবাসীদের সঙ্গে। ঘোষণা করলেন একগুচ্ছ প্রকল্পের।

মঙ্গলবার ফালাকাটায় প্রায় 900জন আদিবাসীর গণবিবাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা । তাঁর কথায় উঠে এসেছে জনজাতি ও চা শ্রমিকদের উন্নয়নের প্রসঙ্গ। তিনি বলেন, ”রাজ্য সরকার 500 কোটি টাকা বরাদ্দে চা সুন্দরী প্রকল্প করেছে । এই প্রকল্পের আওতায় 3 বছরের মধ্যে ঘর পাবেন গৃহহীনরা।”

তিনি আরও বলেন, রাজবংশী-কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফালাকাটা-ময়নাগুড়িতে নতুন পৌরসভা হবে। আর স্বাস্থ্যসাথী প্রকল্পে যাঁরা এখনও বায়োমেট্রিক কার্ড পাননি তাঁদের বিকল্প একটি কার্ড দেওয়া হবে । তার মাধ্যমেই তাঁরা 5 লাখ টাকার পরিষেবা পাবেন।”

এদিন বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এতগুলি সাংসদ এখানে এসেছে, কেউ কোনও কাজ করেননি। ওরা শুধু কুত্‍‌সা করে, চরিত্রহনন করে। ভোটের আগেই ওদের নজরে এল চা শ্রমিকরা। এতদিন মনে ছিল না। তিনি জানিয়েছেন, বিনামূল্যেই রেশন পাবে সেখানকার মানুষ।

এ দিন নবদম্পতির হাতে উপহারও তুলে দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*