রাজ্যের পাঁচটি জোনে বিজেপি পরিবর্তন যাত্রার কর্মসূচি গ্রহণ করেছে। এই পরিবর্তন যাত্রা রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৬ ফেব্রুয়ারি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন। ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি অনুষ্ঠানে হলদিয়া আসবেন। কোচবিহারে এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ১১ ফেব্রুয়ারি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, শেষ পর্যায়ের পরিবর্তন যাত্রা হবে কলকাতায়। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে অনুমতি চেয়ে চিঠি দেয়। নবান্ন সূত্রে জানা গেছে, অনুমতি স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিতে বলা হয়েছে। যে সমস্ত জায়গায় এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে সেখানকার অর্থাৎ স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ ব্যাপারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, নানা বাহানা করে পরিবর্তন যাত্রা আটকানো যাবে না। পরিবর্তন যাত্রা হবেই। পরিবর্তন যাত্রার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
Be the first to comment