সিঙ্গুরে টাটা ন্যানোর কারাখানাকে তাড়িয়ে বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে। হুগলির ধনেখালির সভায় শুভেন্দুর মুখেও উঠে এলো সিঙ্গুর প্রসঙ্গ। সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো ভুল ছিল বলে এবার মন্তব্য করলেন তিনি।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে চাকরি নেই। শিল্প নেই। এই পাশের সিঙ্গুরে কী অবস্থা করেছে দেখুন! টাটার ন্যানোর কারখানাকে তাড়িয়ে বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে। ১১ সালে পরিবর্তন আসেনি। আসল পরিবর্তন আনতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। চুপচাপ ফুলে ছাপ দিলে হবে না। পদ্মফুলে ছাপ দিতে হবে। যে পদ্মফুল দিয়ে দেবী দুর্গার বোধন করেছিলেন রামচন্দ্র। অসুর নিধন করা হয়েছিল। একজন রেগে যাচ্ছে জয় শ্রী রাম বললে, আর একজন রেগে যাচ্ছে তোলাবাজ ভাইপো বললে।
Be the first to comment