এবার বিধানসভা ও লোকসভা ভোটে প্রার্থীদের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পশ্চিমবঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বাড়ানো হল প্রার্থীদের ভোটের খরচের টাকা। বিধানসভা ভোটের একজন প্রার্থীর ক্ষেত্রে খরচে বরাদ্দ ছিল ২৮ লক্ষ টাকা। এই অঙ্কটি বাড়িয়ে করা হয়েছে ৩০ লক্ষ ৮০ হাজার টাকা।
পাশাপাশি লোকসভার ক্ষেত্রে প্রার্থী পিছু বরাদ্দ ছিল ৭০ লক্ষ ৷ সেটি বাড়িয়ে করা হল ৭৭ লক্ষ টাকা। তবে অন্যান্য বারের চেয়ে এবার অনেক বেশি সতর্ক ইলেকশন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনে প্রতিদিন দফায় দফায় চলেছে বৈঠক। ইতিমধ্যেই পুলিশ, জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক ও ভিডিও কনফারেন্সও চলেছে।
আগের বিধানসভা নির্বাচনে একজন প্রার্থীর লড়াই করার জন্য সর্বাধিক খরচ করতে পারতেন ২৮ লক্ষ টাকা ৷ এবার বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৮০ হাজার টাকায়। ঠিক একইভাবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে একজন প্রার্থী খরচ করতে পারতেন ৭০ লক্ষ টাকা, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লক্ষ টাকায়।
তবে সম্প্রতি নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রার্থীদের খরচের হিসাব রাখা হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। আর সেই কাজের জন্যেই একবার থাকবে একজন এক্সপেন্ডিচার অবসার্ভার। শুধু তাই নয় অর্থের নয়েছয়ে হচ্ছে কি না, তা দেখার জন্য থাকবে এজেন্সি ও বিশেষ অবজারভারও।
কমিশন সূত্রে খবর যে আগামী শুক্রবার এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী কমিশনার। পাশাপাশি আগামী সপ্তাহে আরও তিনজন আধিকারিকের কাজে যোগদান করার কথাও আছে।
Be the first to comment