গাজিপুরে কৃষকদের ধর্না মঞ্চে যাওয়ার আগেই পুলিশ আটকালো তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বিরোধী নেতৃত্বকে

Spread the love

গাজিপুরে কৃষকদের ধর্না মঞ্চে বিরোধী নেতৃত্বকে যেতে দিল না পুলিশ। ধর্না মঞ্চে যাওয়ার আগেই আটকে দিল তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বিরোধী নেতৃত্বকে। মূল ধর্না মঞ্চ থেকে দেড় কিলোমিটার আগে আটকে দেওয়া হয় তাঁদের। আটকে দেওয়া হয় সংবাদমাধ্যমকেও। 

প্রসঙ্গত, গতকাল শিবসেনার সঞ্জয় রাউত ধরনা মঞ্চে গিয়ে গিয়ে কৃষকদের সহানুভূতি জানান। তার আগে  ২৮ জানুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও যান ধর্না মঞ্চে। তাহলে আজ কেন বিরোধী নেতৃত্বের প্রতিনিধি দলকে যেতে বাধা দেওয়া হল? মাঝপথে আটকে দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের সৌগত রায়, এনসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোজি, আরএসপির এন কে প্রেমচন্দন সহ অন্যান্য নেতারা। দলে ছিলেন এনডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিরোমণি আকালি দলের হরসিমরত কউরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*