বাজেটের পরই বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামি পেট্রল-ডিজেল

Spread the love

বাজেট পেরতেই ফের এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়েছে ২৫ টাকা। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম। বাণিজ্যিক সিলিন্ডারেরও দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১৮৪ টাকা।

দাম বাড়ার ফলে দিল্লিতে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম ৬৯৪ টাকা থেকে বেড়ে ৭১৯ টাকা হল। কলকাতায় এতদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে এর দাম ২৫ টাকা বেড়ে হল ৭৪৫.৫০টাকা। এই নিয়ে ডিসেম্বর থেকে তিন দফায় সিলিন্ডারপিছু দাম বাড়ল। এর আগের দু’দফায় বেড়েছিল ১০০ টাকা।

একইসঙ্গে কলকাতায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে জ্বালানির দাম। পেট্রলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮৮.০১ টাকা। ডিজ়েলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়েছে। তার ফলে লিটারপিছু ডিজ়েলের দাম হয়েছে ৮০.৪১ টাকা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮৬.৬৫। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৬.৮৩ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*