বামেদের সময়ে পঞ্চায়েত ভোটে হিংসা হয়নি’। এই সুরেই বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরের সভা থেকে বামেদের প্রশংসা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বামেরা কোনও দিন লাঠি-সোটা, লোহার রড নিয়ে মনোনয়ন আটকায়নি। আর অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত ভোটই করতে দেয়নি। তাঁরা যা করেছেন তা বামেদের সময়ে হয়নি।
উল্লেখ্য, এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মণ শেঠের মতো বাম মেতাদের প্রশংসাও শোনা গিয়েছিল শুভেন্দুর গলায়। এবার ফের বামেদের সু-নামেই সুর চড়ালেন শুভেন্দু। এই প্রসঙ্গে তৃণমূল নেতা, তাপস রায় বলেন, ‘এর আগে বাম সম্পর্কে শুভেন্দু যা বলেছে তাও মানুষের মনে রয়েছে। সাধারণ সব মানুষ দেখছেন, শুনছেন। বারবার রং বদলানোর বিষয়টি সাধারণ মানুষ ভাল চোখে দেখছে না।
আজ পুরুলিয়ার জয়পুরে সভা করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন ভারতী ঘোষ-সহ অন্যান্য নেতৃত্বও। লোকসভা ভোটে জয় এখানে জয় পেয়েছে বিজেপি। বিজেপির দাবি ,এর মধ্যে সংগঠন আরও বেড়েছে। পাল্টা সুর চড়িয়ে তৃণমূলের দাবি, রিগিং করেই লোকসভা ভোটে জিতেছিল বিজেপি। সপ্তাহ খানেক আগেই পুরুলিয়ার হুটমুড়ায় সভা করে এসেছেন তৃণমূল সুপ্রিমো। লালমাটির দেশে কার আধিপত্য থাকবে তা নিয়েই যুযুধান দুই শিবিরেই এখন জোর লড়াই অব্যাহত।
আজও সভামঞ্চ থেকে তৃণমূলের বিরোধিতায় আক্রমণ শানান তিনি। কাটমাটি, আমফান দুর্নীতি-সহ একাধিক প্রসঙ্গ তোলেন। নাম না করে অভিষেক এমন তাঁর স্ত্রীকেও কটাক্ষ করেছেন শুভেন্দু।
Be the first to comment