১২ ফেব্রুয়ারিই পশ্চিমবঙ্গে স্কুল খুলছে, মেনে চলতে হবে একাধিক গাইডলাইনস

Spread the love

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে স্কুল খুলতে চলেছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হবে। বৃহস্পতিবার এই মর্মে বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।

পাশাপাশি কোভিডের কারণে স্কুলে কী কী বিধি মেনে চলতে হবে সেই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। সেই অনুসারে পদক্ষেপ করার জন্য প্রতিটি জেলার জেলাশাসককে আবেদন করা হয়েছে।

রাজ্যের স্কুল শিক্ষা অধিদফতর থেকে প্রকাশিত নির্দেশিকার সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্বাক্ষরিত গাইডলাইনে বলা হয়েছে:

  • আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল ফের খুলতে পারে।
  • কেবলমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে আসবে।
  • প্রত্যেক দিন স্কুলের সময়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন হতে পারে।
  • পড়ুয়া এবং স্টাফদের সামাজিক দূরত্ব এবং কোভিড বিধি মেনে চলতে হবে। সেই মতো প্রয়োজন অনুসারে একটি ক্লাসের পড়ুয়াদের দু’টি বা তার বেশি শ্রেণিকক্ষে বসানোর ব্যবস্থা করতে হবে। সেই অনুসারে রুটিন তৈরি করতে হবে।
  • স্কুল খোলার পরে স্কুল কর্তৃপক্ষ একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাসও নিতে পারে।
  • প্রতিটি স্কুল ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক।
  • ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে কোভিড বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কথাও বলা হয়েছে।

সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, কবে থেকে রাজ্যে ফের স্কুল খুলবে তা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন। আমরা নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে যদি স্কুল চলে সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে। স্বাস্থ্য বিধি মেনে ক্লাস হবে। স্কুলগুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্লাস শুরু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নিতে কিছুটা সময় লাগবে। সে কাজ করতে গিয়ে যদি কিছুটা বেশি সময় প্রয়োজন হয় স্কুলগুলি প্রয়োজনে সেই সময় নেবে।’ প্রতিটা স্কুলে ক্লাস শুরুর আগে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে বলে জোরের সঙ্গে জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*