২৫০-এর বেশি আসনে জিতবে তৃণমূল, কেঁপে উঠবে দিল্লির চেয়ারঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে আড়াইশোরও বেশি আসনে জিতবে৷ আর তার ধাক্কা গিয়ে লাগবে দিল্লিতে৷ এই জয়ের জেরে দিল্লির চেয়ারও কেঁপে উঠবে ৷ এমনটাই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের তরফে তফসিলি জাতি ও উপজাতিদের নিয়ে একটি সভা করা হয় ৷ সেখানেই এই মতপ্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ একই সঙ্গে তিনি বিভিন্ন ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করেছেন ৷

তাঁর অভিযোগ, বিজেপি দলিতদের সম্মান করে না ৷ দলিতদের মানুষ বলে গণ্য করে না ৷ ধর্মের ভেদাভেদ তৈরি করে বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ৷ কিন্তু বিজেপির দ্বারা বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না বলেই বিশ্বাস তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির কারণ, তিনি মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছরে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তার প্রতি মানুষের সমর্থন রয়েছে ৷ তাই মানুষ এবার আবারও তৃণমূলকে ভোট দেবেন ৷

অভিষেকের বক্তব্য, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য লড়াই করে৷ ‘কর্ম’কে সামনে রেখে লড়াই করে কিন্তু বিজেপি ‘ধর্ম’কে সামনে রেখে লড়াই করছে বলে তাঁর অভিযোগ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*