সরস্বতী পুজোর দিনেই বাংলায় নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন?

Spread the love

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। সব কিছু ঠিকঠাক থাকলে সরস্বতী পুজোর দিনেই বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এমনই খবর মিলেছে কমিশন সূত্রে। ইতিমধ্যেই এব্যাপারে প্রায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছে কমিশন। এদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর মাত্র ৭ দিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে নির্বাচনী নির্ঘণ্ট।

একুশের মঞ্চ তৈরি। কোমর-বেঁধে নির্বাচনী লড়াইয়ের ময়দানে ডান-বাম-গেরুয়া সব পক্ষ। শহর-জেলায় নির্বাচনী প্রচার তুঙ্গে। এই আবহেই এবার বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এখন ‘শুভদিন’-এর অপেক্ষায় নির্বাচন কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে বসন্ত পঞ্চমীর তিথিতেই অর্থাৎ সরস্বতী পুজোর দিনেই বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচন ৬-৭ দফায় করা হতে পারে।

বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে। সব কিছু ঠিকঠাক এগোলে দিন দশেক পরেই সরকারিভাবে রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল-বেঞ্চ।
রাজ্য-প্রশাসনের কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা-সহ তাঁর ফুল টিম। সুষ্ঠু ও অবাধ ভোট করতে এবার বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজ্যে এসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকেও সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কমিশনের কর্তারা।

দিন কয়েক আগেই দিল্লি থেকে রাজ্যে নিযুক্ত তিন শীর্ষ নির্বাচনী আধিকারিককে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট, অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে এবার আরও কঠোর হতে পারে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*