বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২০৬, মৃত ৪

Spread the love

বাংলায় করোনায় একদিনে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত ২০৬ জন ৷ তবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০৬ জন৷ বুধবার ছিল ২০১ জন৷ মঙ্গলবার ২০৩ জন ৷ সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৭ জন ৷

রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের৷ বুধবার ছিল ৭ জন৷ মঙ্গলবার ছিল ৯ জন ৷ তার ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ১৯৯ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৭৯ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৮৫ জন ৷

গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ আর কলকাতা ও জলপাইগুড়িতে একজন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন৷ তবে কলকাতা সহ ২৩ টি জেলার মধ্যে ২০ টি জেলাতে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷

তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহারও ৷ ৩ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৯ শতাংশ৷ তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যাটা কমে মাত্র ৮২৫ জন৷ হোম আইসোলেশনে ৪ হাজার ৩৬৪ জন৷ আর সেফ হোমে রয়েছেন ৭ জন৷

বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০১ জন৷ বুধবার ছিল ৩০৩ জন৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩০৯ জনে৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৫ হাজার ৪৯১ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.৩২ শতাংশ ৷

একদিনে টেস্ট হয়েছে ২৩ হাজার ৩১টি৷ বুধবার ছিল ২১ হাজার ৮১২ টি৷ মঙ্গলবার ছিল ২২ হাজার ৩০৭ টি৷ ফলে মোট করোনা টেস্ট হয়েছে প্রায় ৮১ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৮০ লক্ষ ৮১ হাজার ১৭২ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮৯,৭৯১ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*