শুক্রবার কবি শঙ্খ ঘোষের জন্মদিন। তাঁর আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন তিনি। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। এছাড়া ২০১৬ সালে সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। তাঁর পিতা মনীন্দ্র কুমার ঘোষ, মাতা অমলা ঘোষ। তিনি পূর্ববঙ্গের চাঁদপুরে ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রনাম ও শুভেচ্ছা।
Be the first to comment