বিধানসভা ভোটের আগে বাজেটে বড়সড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের কথা বারবার ফিরে এল তাঁর বাজেটেও। আর সেই সূত্রেই দু’দুটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ওই দুটি প্রকল্প হল ‘মাতৃবন্দনা’ ও ‘মা’।
আজ বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আনন্দের সঙ্গে মাতৃবন্দনা নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আরও ১০ লক্ষ নতুন স্বনির্ভরগোষ্ঠী দুঃস্থ নারীদের নিয়ে গঠন করা হবে। এই সমস্ত গোষ্ঠীগুলি ব্যাংক থেকে-মূলত কো-অপারেটিভ ব্যাংকগুলি থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। আর এর জন্য, আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব করছি।’
অপরদিকে, ‘মা’ প্রকল্প নিয়ে তিনি বলেন, ‘মা প্রকল্পের অধীনে কমন কিচেন দেওয়া হবে। অত্যন্ত দুঃস্থ মানুষ যেন দুবেলা খেতে পায়, সে জন্য ‘মা’ নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্পমূল্যে কমন কিচেন চালু করা হবে।’
Be the first to comment