রাজ্যে জে পি নাড্ডা, শনিবারই নবদ্বীপ থেকে সূচনা করবেন রথযাত্রার

Spread the love

শুক্রবার রাজ্যে এলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জানা গিয়েছে, কোনও কৃষকের বাড়িতে নয় বরং মাঠে বসেই তিন হাজার কৃষকের সঙ্গে খিচুড়ি, তরকারি খাবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ শনিবার মালদহে বিজেপির এই কর্মসূচির নাম সহভোজ ৷ পাশাপাশি ২১-এর নির্বাচনের আগে বিজেপির রথযাত্রার পোশাকি নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। কোচবিহার থেকে কাকদ্বীপ, মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই ঘুরবে এই রথ। আগামীকাল অর্থাৎ শনিবারই নবদ্বীপ থেকে এই যাত্রা শুরু করবেন জে পি নাড্ডা। ৯ ফেব্রুয়ারি তাঁর নেতৃত্বেই পরিবর্তন যাত্রা হবে তারাপীঠ-ঝাড়গ্রাম থেকে। সেই অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিজেপির জেলা নেতৃত্বের দাবি, শনিবার নাড্ডার সঙ্গে সহভোজে সামিল হবেন প্রায় তিন হাজার চাষি। শুক্রবার শেষ মুহূর্তে পুরাতন মালদহের ডিস্কো মোড়ে চলছে বিজেপির সহভোজের প্রস্তুতি। সহভোজের পাশাপাশি আম, রেশম, লিচু, আলু, পটল, টমেটোর মতো প্রায় ২৫ ধরনের আনাজ, ফল, ফসলের স্টলও থাকবে ওই মাঠে। সেই স্টলে গিয়ে চাষিদের সঙ্গে কথাও বলবেন নাড্ডা বলে দাবি নেতৃত্বের।

পুরানো মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডিস্কো মোড় এলাকায় রাজ্য সড়কের ধারে দলীয় কর্মীর ব্যক্তিগত সাড়ে চার বিঘা জমিতে সহভোজের আসর বসাচ্ছে বিজেপি। সেই সহভোজে শামিল থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর সহভোজের মেনুতে থাকছে খিচুড়ি, আলু, পালং শাক দিয়ে মেশানো তরকারি, টমেটোর চাটনি। কৃষকদের সঙ্গে বসেই সেই এই খাবার খাবেন নাড্ডা। এর জন্য আজ ভোর থেকেই চলবে রান্নার প্রস্তুতি। বিজেপির দাবি, কৃষকদের বাড়ি থেকে মুষ্টি অন্ন সংগ্রহের সূচনা হয়েছিল দক্ষিণবঙ্গের বর্ধমান থেকে। জে পি নাড্ডা নিজে সেই কর্মসূচির সূচনা করেছিলেন৷ আর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হচ্ছে উত্তরবঙ্গের মালদহে। তাই সহভোজকে সফল করতে আসরে নেমেছে বিজেপি শিবির।

সহভোজকে কেন্দ্র করে দেওয়াল লিখনও শুরু করেছে বিজেপি। সহভোজের আসরেই তৈরি করা হয়েছে মঞ্চও। সেই মঞ্চ থেকেই কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখবেন নাড্ডা। এ দিকে, নাড্ডার সফর নিয়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে দল। সহভোজের আসরে হাজির কৃষকদের মধ্যে বিলি করা হচ্ছে পরিচয়পত্র। সেই পরিচয় পত্র নিয়েই সহভোজের আসরে হাজির থাকবেন তাঁরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, নাড্ডার কাছাকাছি বসবেন ৩০ জন কৃষক। তাঁদের দেওয়া হচ্ছে সচিত্র পরিচয় পত্র।

এদিন স কাল থেকেই সহভোজের স্থান পরিদর্শন করেন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা। অরিবন্দ মেনন, সায়ন্তন বসুর মতো নেতারা নিয়মিত পরিদর্শন করছেন সহভোজের স্থল। দলীয় নেতৃত্বের দাবি, সহভোজ সেরে ইংরেজবাজার শহরে দলের মেগা রোড শোতেও যোগ দিবেন বিজেপি সভাপতি।

আগামী বিধানসভা নির্বাচনে মালদহে ভাল ফল করার আশা করছে বিজেপি৷ লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্রে জেতার পর জেলায় ১২ টি বিধানসভা কেন্দ্রের অধিকাংশেই জয়ের আশা দেখছে বিজেপি নেতৃত্ব৷ ফলে মালদহকে পাখির চোখ করেই এগোতে চাইছে বিজেপি ৷

আগামীকাল সকাল দশটা ৫০ মিনিট নাগাদ মালদায় নামবেন তিনি। তার পর চলে যাবেন ম্যাংগো রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে গবেষক ও চাষিদের সঙ্গে কথা বলবেন। কৃষকদের সঙ্গে সভার পরই রোড শো-তে যাবেন জেপি নাড্ডা। সেই রোড শো-তে বিজেপি সমর্থকদের ঢল নামবে।

তবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জয়হিন্দ বাহিনি, তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল বিভিন্ন কর্মসূচি পালন করবে। তা ছাড়া ১০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরে যাওয়ার কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*