‘আগামিকাল সন্ধ্যায় হলদিয়ায় থাকব’, বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

Spread the love

রবিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দলের একটি সভাতেও প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন নরেন্দ্র মোদী। তার আগে নিজেই শনিবার বাংলায় টুইট প্রধানমন্ত্রীর । টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, আগামিকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল-এর তৈরি এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।

একুশের ভোটের আগে সরগরম রাজ্য-রাজনীতি। এক মাসের মধ্যে পরপর দু’বার বঙ্গ-সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় বিপিসিএল-এর তৈরি এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি রবিবার প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অধীনে ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গে তাঁর রবিরারের কর্মসূচি সম্পর্কে বাংলায় বিস্তারিতভাবে টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, আগামিকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি – দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো।

টুইটে মোদী আরও লিখেছেন, ‘‘হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।

জানা গিয়েছে, রবিবার প্রথমে হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর স্থানীয় হেলিপ্যাড মাঠে বিজেপির একটি প্রকাশ্য সভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই সভা ঘিরে রাজ্য বিজেপির ব্যস্ততা তুঙ্গে। কলকাতায় দলের সদর দফতর থেকে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে জেলা নেতৃত্বের সঙ্গে।

সভার মাঠ ভরাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকদের আনার তোড়জোড় চলছে। শুভেন্দু অধিকারীতে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর জেলায় প্রধানমন্ত্রীর এটাই প্রথম সভা। শুভেন্দু দলে যোগ দেওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছেড়ে বহু কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন।

নরেন্দ্র মোদী নিজেও শুভেন্দুকে বিজেপি-যোগের ‘পুরস্কার’ দিয়েছেন। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এই আবহেই কাল শুভেন্দুর গড়ে মোদীর সভা। রাজনৈতিকভাবে যা পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বিজেপিকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*