আত্মবিশ্বাসী নাড্ডা, গেরুয়া ধ্বজা উড়িয়ে সূচনা পরিবর্তন যাত্রার

Spread the love

শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা । নবদ্বীপের চটির মাঠ থেকে বিজেপির ধ্বজা উড়িয়ে দিলীপ-কৈলাসদের পাশে নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেন নাড্ডা । ট্যাবলোয় তাঁর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষসহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা । রথের আদলে সাজানো হয়েছিল ট্যাবলোকে । পরিবর্তন যাত্রা শুরুর আগে, পুজোও করা হয় ট্যাবলো।

ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিধানসভা ভোট। পঞ্চায়েত ভোট ও উনিশের লোকসভা ভোটের পর এবার পায়ের তলার মাটি আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। ভোটের আগে বিজেপির এখন পাখির চোখ বাংলা। একের পর এক নেতা দিল্লি থেকে উড়ে আসছেন রাজ্যে। শুক্রবার রাতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দু’দিন ধরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। আজ সকালে প্রথমে মালদা আর তারপর নদিয়ার নবদ্বীপে সভা করেন নাড্ডা।

আজ সকাল থেকেই সকলের নজর ছিল নবদ্বীপের চটির মাঠ। এখান থেকেই আজ শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রার। পরিবর্তন যাত্রার জন্য নবদ্বীপকে বেছে নেওয়ার পিছনেও বিজেপির সূক্ষ্ম রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা । বিগত লোকসভা ভোটের নিরীখে নদিয়ার এই এলাকায় রাজ্যের শাসক দলকে বেশ অনেকটাই চাপে ফেলে দিয়েছিল গেরুয়া শিবির । সেই দিক থেকে দেখতে গেলে, বিজেপি যখন বাংলায় পরিবর্তনের পরিবর্তনের ডাক দিচ্ছে, তখন নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা যথেষ্টই কৌশলী চাল বলে মনে করছেন অনেকে ।

বিজেপির রাজনীতির সঙ্গে রথযাত্রা কর্মসূচির সম্পর্ক আজকের নয় । এর আগেও বিভিন্ন রাজ্যে ভোটের আগে বিজেপিকে রথযাত্রা করতে দেখা গিয়েছে । বাংলাতেও তার অন্যথা হল না । তবে আইনি মারপ্যাঁচের কারণে, রথযাত্রার নাম বদলে পরিবর্তন যাত্রা রাখতে হয়েছে বিজেপিকে । তবে যেভাবে বাংলায় নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, সেদিক থেকে দেখতে গেলে সংগঠনকে আরও মজবুত করতে এই পরিবর্তন যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে ।

আজ পরিবর্তন যাত্রার সূচনার আগে নবদ্বীপের চটির মাঠ এলাকায় সভা করেন জে পি নাড্ডা । আর শুরু থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ । বললেন, “বাংলার মানুষের জাগরণে এই পরিবর্তন যাত্রা । এই মা-মাটি-মানুষের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে ।”

তিনি আরও বলেন, “তোলাবাজি আর তোষণ করে সরকার চলছে । বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, এই সরকারকে তাড়াতে হবে । এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন হবে না । এই পরিবর্তনে বিচারধারার পরিবর্তন হবে । প্রশাসনের রাজনীতিকরণ করেছে তৃণমূল । মমতা শুধু নেতিবাচক রাজনীতি করছে । ” রাজ্যের ৫ জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে বলেও নিজের ভাষণে জানান তিনি ।

আজকের সভার শুরু থেকেই নাড্ডার নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, “আমার ব়্যালি হলেই পিসি-ভাইপোর পোস্টার । বাংলার সংস্কৃতি বোঝার ক্ষমতা মমতার নেই ।”

জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নিয়েও আজ প্রশ্ন তোলেন জে পি নাড্ডা ।

সব মিলিয়ে ভোটের মাসখানেক আগে আজ যথেষ্টই আত্মবিশ্বাসী দেখাল নাড্ডাকে । বললেন, “বাংলায় পদ্ম ফুটবেই ।” বেধে দিলেন নতুন স্লোগান, “অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা ।” পাশাপাশি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সুস্থ পরিবেশও রাজ্যে ফিরবে বলে আশ্বাস দেন তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*