আগামী ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান, বিধানসভা ভোটের মুখে কল্পতরু মমতা

Spread the love

ভোটের মুখেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার আগে শেষ বাজেটে ডজনখানেক নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরির পাশাপাশি রয়েছে একাধিক উড়ালপুলের ঘোষণা।

এরপর সোমবার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান করব। তাঁর কথায়, শিল্প এবং কর্মসংস্থানের মধ্যে বিরাট সম্পর্ক আছে। আজ খেলোয়াড়দের অনুষ্ঠান মঞ্চ এবং মঙ্গলবারের মাটিতীর্থ অনুষ্ঠান থেকে ১৯টি প্রকল্পে প্রায় ৭২ হাজার ২০০ কোটি বিনিয়োগ হবে। তার মধ্যে রয়েছে ৬২ হাজার কোটি টাকা ব্যয়ে পুরুলিয়ার রঘুনাথাপুরে তৈরি হবে শিল্প নগরী৷ সেই প্রকল্পগুলি রূপায়িত হলে ৩ লাখ ২৯ হাজার কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রী আরও যে প্রকল্পগুলি এই দু’দিনে ঘোষণা করবেন, তার মধ্যে রয়েছে, কলকাতা চর্মনগরীতে এফ্লুয়েন্ট প্লান্ট, হাবড়ায় মেহা পাওয়ারলুম ক্লাস্টার, হাওড়ার উদয়নারায়ণপুরে তাঁতের হাট, শিলিগুড়ির ফুলবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বজবজ এবং বাঁকুড়ার বড়জোড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পশ্চিম মেদিনীপুরে টয় পার্ক, কোচবিহারে মেখলা তৈরির ফেসিলিটি সেন্টার, হাওড়ায় হোসিয়ারি পার্ক, ফলতায় ফার্মাসিউটিক্যাল পার্ক-সহ আরও বেশ কয়েকটি প্রকল্প।

https://fb.watch/3wU0_txr8C/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*