আবেগের কাছে হার মানলো রাজনৈতিক দূরত্ব। মঙ্গলবার রাজ্যসভায় রাজনৈতিক বিভাজন যেন ভেঙে খানখান হয়ে গেল। কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে বিদায়ী সংবর্ধনা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের মাঝে কয়েক মিনিট থেমে যান মোদী। কাঁদো কাঁদো গলায় ফের বক্তব্য শুরু করেন নমো।
এদিন গুলাম নবি আজাদ প্রসঙ্গে নমো বললেন, আপনাকে আমি অবসর নিতে দেব না। আপনার পরামর্শ নিতেই থাকব। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা। গুলাম নবি আজাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি যে শুধু তাঁর দল নিয়ে মাথা ঘামাতেন তা কিন্তু নয়। একইসঙ্গে দেশ নিয়েও তাঁর মাথাব্যথা ছিল। জম্মু-কাশ্মীরে গুজরাতের তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে মোদী বলেন, এই ঘটনা সম্পর্কে গুলামই তাঁকে জানান। দু’বার গুলাম তাঁকে ফোন করেন। নমোর কথায়, গুলাম নবি আজাদ পরিবারের সদস্যেদের মতো সকলের যত্ন নেন।
গুলাম নবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন এও বলেছেন, একজন বিরোধী দলের নেতা হিসেবে দলীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। কিন্তু, গুলাম নবি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিয়েছেন সবসময়। রাজনৈতিক বিষয়ে তাঁর পরামর্শ যে কতখানি মূল্যবান, সে কথাও তুলে ধরেছেন নমো। এদিন রাজ্যসভায় মোদী বলেন, ‘বহু বছর ধরে গুলাম নবিকে চিনি। আমরা একসঙ্গে মুখ্যমন্ত্রী ছিলাম। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ওঁর সঙ্গে কথা হত। উনি একজন সত্যিকারের বন্ধু’।
Be the first to comment