বাংলার কৃষকদের বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। বাংলা থেকে ধান না-কিনে ওরা অন্যান্য রাজ্য থেকে টন টন ধান কেনে। পূর্ব বর্ধমানে মাটি উত্সবে গিয়ে এ ভাবেই কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের জন্য রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এ দিন কৃষি আইনেরও তীব্র বিরোধিতা করেন মমতা। বলেন, ওরা যে কালা আইন এনেছে, তার ফলে শিল্পপতিরা জোর করে আপনাদের ফসল তুলে নিয়ে গিয়ে গুদামে ভরে রাখবে। আর প্রয়োজনের সময় সেই ধান পাবেন না। আপনাদের চোখের জল পড়বে। আমরা বেঁচে থাকতে আপনাদের ক্ষতি হতে দেব না।
মমতার অভিযোগ, কেন্দ্র পঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশে-সহ অন্যান্য রাজ্য থেকে টন টন ধান কেনে। অথচ বাংলার থেকে ধান কিনেছে এক টনেরও কম। কেন্দ্র কৃষকদের বঞ্চনা করেছে। বাংলার কৃষকদের ধান রাজ্য সরকারই কিনবে।
রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে এই প্রকল্পের আওতায় ৭৩ লক্ষ কৃষক আসবে বলে দাবি করেন তিনি। তাঁর প্রতিশ্রুতি, প্রত্যেক কৃষক ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। মমতার কথায়, মাটিকে সম্মান মানেই কৃষককে সম্মান। মাটির অধিকার সবথেকে বেশি কৃষকদের। কৃষকবন্ধু প্রকল্পে চাষি মারা গেলে পরিবার ২ লক্ষ টাকা পাবেন। কৃষিজমিতে খাজনা নেই না।
তৃণমূল ক্ষমতায় এলে জুন মাসের পরও বিনামূল্য রেশন, স্বাস্থ্যসাথী-সহ মানুষ নানা সুবিধে পাবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সাইকেল ও ট্যাব দেওয়ার কথা ফের জানিয়ে কৃষকদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment