মঙ্গলবার থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। পরিবর্তন যাত্রার সূচনা করতে চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
আজ দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন নাড্ডা। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করেন তিনি। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে।
তবে তার আগে গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বীরভূম জেলার ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ। বীরভূমের পাশাপাশি, ঝাড়গ্রামেও বিজেপির রথযাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। কপ্টারে চড়ে এদিন দুপুরে লালগড়ের সজীব সংঘ ময়দানের হেলিপ্যাডে নামবেন বিজেপির তিনি।
পাশের মাঠে তাঁর জনসভা করার কথা রয়েছে। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। এরপর ঝাড়গ্রাম শহরে পৌঁছে সিধো-কানহুর মূর্তিতে মালা দেবেন জে পি নাড্ডা। স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। ঝাড়গ্রাম থেকে যাবেন খড়গপুরে। আজ সেখানেই রাত্রিবাস করবেন জে পি নাড্ডা।
Be the first to comment