রাজ্যসভা থেকে অবসর কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের। আর সেই অবসরকে ঘিরে আবেগ তাড়িত হয়ে উঠল গোটা রাজ্যসভা। বিদায়ী ভাষণে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখ মুছতে মুছতে নমো বোঝালেন কত বড় মাপের নেতা নবি আজাদ। বিদায়ী বক্তব্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও। তিনি জানালেন, ভারতীয় হিসেবে তাঁর গর্ববোধের কথা। নবি বলেন, ভারতীয় মুসলিম হিসেবে আমি গর্বিত। আমি সেই খুশি লোকেদের মধ্যে একজন, যে কোনও দিন পাকিস্তান যায়নি।
নরেন্দ্র মোদী, ভেঙ্কাইয়া নাইডুরা যেখানে বক্তব্য শেষ করেছিলেন ঠিক সেই সেখান থেকেই বক্তব্য শুরু করেছিলেন গুলাম নবি আজাদ। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগের প্রশংসা করে নবি জানান, তিনি বাকরুদ্ধ। তাঁর বক্তব্যে ফিরে ফিরে এল ভূস্বর্গ থেকে তাঁর ছোটবেলা। তাঁর গান্ধী, নেহেরু, মৌলানা আবুল কালাম আজ়াদের মতাদর্শকে পাথেয় করার কথাও জানালেন নবি আজ়াদ।
রাজ্যসভা থেকে অবসর কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের। আর সেই অবসরকে ঘিরে আবেগ তাড়িত হয়ে উঠল গোটা রাজ্যসভা। বিদায়ী ভাষণে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখ মুছতে মুছতে নমো বোঝালেন কত বড় মাপের নেতা নবি আজ়াদ। বিদায়ী বক্তব্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। তিনি জানালেন, ভারতীয় হিসেবে তাঁর গর্ববোধের কথা।
নবি বলেন,ভারতীয় মুসলিম হিসেবে আমি গর্বিত। আমি সেই খুশি লোকেদের মধ্যে একজন, যে কোনও দিন পাকিস্তান যায়নি। নরেন্দ্র মোদী, ভেঙ্কাইয়া নাইডুরা যেখানে বক্তব্য শেষ করেছিলেন ঠিক সেই সেখান থেকেই বক্তব্য শুরু করেছিলেন গুলাম নবি আজাদ। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগের প্রশংসা করে নবি জানান, তিনি বাকরুদ্ধ। তাঁর বক্তব্যে ফিরে ফিরে এল ভূস্বর্গ থেকে তাঁর ছোটবেলা। তাঁর গান্ধী, নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদের মতাদর্শকে পাথেয় করার কথাও জানালেন নবি আজাদ।
Be the first to comment