ফের বঙ্গ সফরে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাদলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বীরভূম এবং ঝাড়গ্রামে রথযাত্রার সূচনার আগে তারাপীঠে পুজো দেন তিনি। এরপর চিলার মাঠে জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর হুঙ্কার, বাংলায় বার বার আসবেন তিনি। এবার মোদীর নেতৃত্বে এ রাজ্যে বদল হবেই। বিজেপির বাঙালি আবেগ-সংস্কৃতি নিয়ে প্রস্ন তুলছে তৃণমূল। এবার তার পাল্টা দিলেন নাড্ডা। মমতা জমানায় বাংলার সংস্কৃতির অধঃপতন হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
কী বললেন জেপি নাড্ডা?
- ‘আজ বাংলায় বহিরাগত তত্ত্ব খাড়া করা হচ্ছে। ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধানো হচ্ছে। মমতার রাজত্বে সংকটে বাংলার সংস্কৃতি।’
- ‘বাংলায় বদল আনবে বিজেপি।’
- ‘বাংলায় বর্তমানে শোষনের রাজনীতি চলছে। গুন্ডারাজ-তোলাবাজি চলছে। পরিস্থিতি বদলে বাংলায় বিজেপির শাসন চাই।’
- ‘শ্যামাপ্রসাদ পশ্চিবঙ্গকে বাঁচিয়েছেন। পরিবর্তন যাত্রা বাংলাকে বিকাশের পথে নিয়ে যাবে।’
- ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চায় জনতা।’
- ‘কেন্দ্রের দেওয়া রেশন চুরি করেছে মমতার সরকার। এই সরকার চাল চোর, রেশন চোর, ত্রিপল চোর।’
- ‘প্রধানমন্ত্রী মোদীর হৃদয়ে রয়েছে বাংলা।’
- ‘বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষকে জাগানোর কাজ করবে বিজেপি। তাই বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের বলে চালানো হচ্ছে।’
- ‘বাংলাতেই এখন অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি।’
- ‘পূর্ব মেদিনীপুরে গিয়ে ভাইপো যা বলেছেন সে কথা ভাষায় প্রকাশের নয়।’
- ‘আগামী নির্বাচনে তিন অঙ্কে পৌঁছবে না তৃণমূলের প্রাপ্ত ভোট।
Be the first to comment