বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শোভন চট্টোপাধ্যাযয়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং অসাংবিধানিক কথা বলার অভিযোগ এনে আলিপুর আদালতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুনাল ঘোষ। চলতি সপ্তাহে আলিপুর জেলা আদালত মামলার শুনানির সম্ভাবনা।
এনিয়ে পর পর দুটি মানহানির মামলা দায়ের হল শোভন চট্টোপাধ্যায়ের নামে। শনিবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে উস্কানিমূলক ও অশালীন বক্তব্যর অভিযোগ আনেন রায়দীঘির বিধায়ক দেবশ্রী রায়। শনিবার সকালে আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করেন দেবশ্রী রায়। এই সপ্তাহেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
আগের মাসে রায়দীঘি গিয়ে দেবশ্রী রায়কে আক্রমণ করেছিলেন, শোভন-বৈশাখী। টোটো দেওয়ার নাম করে টাকা তোলা অভিযোগ করা হয় দেবশ্রীর বিরুদ্ধে। শোভন চট্টোপাধ্যায় দেবশ্রীকে জেতানোর জন্য এলাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা পর্যন্ত করেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় আরও একধাপ এগিয়ে বলেছিলেন, ‘সিনেমাতেও দেখা যায় না, রাজনীতিতেও দেখা যায় না।
তবে তখন পালটা প্রতিক্রিয়া দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী তথা রায়দীঘির বিধায়ক দেবশ্রী রায়ও। তিনি বলেন, সিনেমায় অভিনয় করা ব্যক্তিগত ব্যাপার’। তবে তখন মানহানির মামলা দায়ের করার কথা জানান নি তিনি। শনিবার হঠাৎ করেই শোভন ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
দেবশ্রীর মামলা দায়ের প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জবাব আদালতেই দেওয়া হবে। তাঁর বক্তব্য, উনি আদালতে গিয়েছেন তো। আদালতেই যা জবাব দেওয়ার দেব।
একসময় অবশ্য শোভন চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়ের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। বলা চলে ২০১৬ সালে দেবশ্রীকে রায়দীঘি থেকে জেতানোর কাণ্ডারি ছিলেন শোভন। কিন্তু কালক্রমে দেবশ্রীর সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। এমনকি যেদিন দিল্লি গিয়ে শোভন-বৈশাখী বিজেপি-তে যোগ দিচ্ছিলেন, সেদিন সেখানে হাজির ছিলেন দেবশ্রীও। যদিও তিনি যোগ দেননি বিজেপিতে।
Be the first to comment