আসন্ন বিধানসভা নির্বাচনে দলের টিকিট দেওয়া নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রায়গঞ্জের সভা থেকে সাফ জানালেন, ‘তৃণমূল কংগ্রেস কারও কাছে মাথা নত করে টিকিট দেয় না। যাঁরা কাজ করেন তাঁদের টিকিট দেয়।’
এদিন কর্মীদের উদ্দেশ্য় করে দলনেত্রীর বার্তা, ‘মানুষের সেবা করতে হবে। যদি কেউ ভাবে আমি বড় নেতা তবে ভুল। তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা উঁচু করে থাকতে হবে। সবাইকে ভালো কাজ করতে হবে।’ গান্ধীজি, নেতাজি, আব্দুল কালামের মতো নেতা হতে হবে বলেও কর্মীদের পাঠ দেন মমতা।
পাশাপাশি দলত্যাগীদের এবার “রামছাগল” বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ রায়গঞ্জের সভা থেকে তিনি বলেন, তৃণমূলের একটা স্বচ্ছতা আছে। যাদের কাজ করতে পাঠিয়েছিলাম, তারা গুছিয়ে নিয়ে পালিয়ে গেছে রামছাগলের মতো।
Be the first to comment