গঙ্গাসাগরের রুদ্রনগরে কৃষকদের পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

আজ গঙ্গাসাগরে রুদ্রনগরে কৃষিমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কৃষকদের পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ জন কৃষককে এক হাজার টাকা করে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কৃষকদের কৃষাণ কার্ডও প্রদান করেন তিনি। এছাড়াও কৃষিকার্যে সুবিধার জন্য বিভিন্ন ধরণের কৃষি সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দিন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কৃষকদের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বন্যায় বিপর্যস্ত রাজ্যের কৃষকদের ১২০০ কোটি টাকা ক্ষতিপূরন দিয়েছি। এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, কিন্তু এক টাকাও দেয়নি। আমরা কৃষকদের পাশে রয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কৃষকদের পরিষেবা প্রদান সহ গঙ্গাসাগরের উন্নয়ণের খতিয়ানও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, মুড়িগঙ্গায় লোহার ব্রিজ করার জন্য কেন্দ্রকে আমি চিঠি দিয়েছি। অর্থমন্ত্রী অমিয় মৈত্রও চিঠি দিয়েছিলেন। কেন্দ্র রাজি হয়েছে। বিনিময়ে আমাদের তাজপুরে যে বন্দর হওয়ার কথা সেই বন্দর থেকে লাভ্যাংশের ৭৪ শতাংশ শেয়ার কেন্দ্রের থাকবে এই শর্তেই মুড়ি গঙ্গায় লোহার ব্রিজ তৈরী হবে। তাও পর্যটকদের সুবিধার জন্য তিনি রাজি হয়েছেন।

রিপোর্টার – রফিকুল জামাদার

ছবি- শুভেন্দু দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*