‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথের সূচনা করতে আজ ফের বঙ্গ সফরে অমিত শাহ

Spread the love

আজ বঙ্গ সফরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ সকাল ১১টা ১০-এ কোচবিহার বিমানবন্দরে নামবেন অমিত শাহ। ১১টা ২৫ মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাড়ে ১১টা নাগাদ রাসমেলার মাঠে পৌঁছবেন তিনি।

সেখানে বিজেপির তরফে বিশাল মঞ্চ করা হয়েছে। বক্তৃতা করার পর ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথের সূচনা করবেন অমিত শাহ। বুধবার সন্ধেয় গোটা প্রস্তুতি খতিয়ে দেখতে মেলার মাঠে পৌঁছন সায়ন্তন বসু, নিশিত প্রামাণিকরা। বিজেপি সূত্রে খবর, রাসমেলার ময়দান থেকে উদ্বোধনের পর পরিবর্তন যাত্রার রথ পুণ্ডিবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ হয়ে ১৪ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে প্রবেশ করবে।

প্রথমেই হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন। তারপর বেলা পৌনে চারটেয় ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখতে উঠবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*