প্যাংগং-এর দক্ষিণ থেকে সরছে চিন; জানালেন রাজনাথ সিং

Spread the love

শেষ পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ তীর থেকে সেনা সরানোর পক্রিয়া শুরু করল ভারত ও চিন ৷ গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে ৷ জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ রাজ্যসভার ভাষণে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে রাজি হয়েছে দুই পক্ষই ৷ সেই প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল ৷ প্যাংগং লেকের দক্ষিণ তীর থেকে সেনা সরাতে শুরু করেছে চিন ৷ এর জন্য ভারতীয় সেনা প্রতিবেশী দেশের কোনওরকম অন্যায় আবদার মেনে নেয়নি ৷

ভারত-চিন সংঘর্ষের পর থেকেই লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে ৷ যদিও দুই পক্ষ কূটনৈতিক ও সেনা স্তরের একাধিক বৈঠক করে ৷ সেনা প্রধানদের পাশাপাশি চিনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ ভারতের তরফে দাবি করা হয়, এরপরও একাধিকবার বিনা প্ররোচনায় সীমান্তের স্থিতাবস্থা লঙ্ঘন করেছে চিন ৷ সামগ্রিক পরিস্থিতির কথা জানিয়ে রাজনাথ সিং বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, শেষ পর্যন্ত চিনের সঙ্গে এলএসি থেকে সেনা সরানোর বিষয়ে সমঝোতা হয়েছে ৷ ইতিমধ্যে প্যাংগং লেকের দক্ষিণ তীর থেকে সেনা সরানোর পক্রিয়া শুরু করেছে চিন ৷ যা গতকাল থেকে শুরু হয়েছে ৷ ভারতও চুক্তি অনুযায়ী নির্দিষ্ট দূরত্বের ফিঙ্গার পয়েন্টে সরিয়ে নিচ্ছে সেনা ৷”
এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা রাজনাথ সিং বলেন, “পূর্ব লাদাখে সেনা সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুরোনো স্থিতাবস্থা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ৷ এরপর দুই দেশের পেট্রলিং আগের মতো স্থগিত থাকবে ৷” রাজনাথের কথায়, “তীব্র প্রতিকূল পরিস্থিতিতেও কাউকে এক ইঞ্চি ভারতীয় ভূখণ্ড ছাড়তে রাজি নয় ভারতীয় সেনা ৷”-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*