মুখ্যমন্ত্রীকে বদলানোর জন্য নয়, পিসি-ভাইপোর দুর্নীতি রুখতেই এই পরিবর্তন যাত্রাঃ অমিত শাহ

Spread the love

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের কটাক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন শাহ। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জানিয়ে দেন, “এই পরিবর্তন যাত্রা কোনও মুখ্যমন্ত্রীকে বদলানোর জন্য নয়। পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে এই পরিবর্তন যাত্রা।

এদিন অমিত শাহ বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি ইতিমধ্যেই রথযাত্রার সূচনা করছেন বঙ্গে। এটা চতুর্থ। আমি এর আগে তৃণমূলের নেতাদের বলতে শুনেছি যে ওঁরা জিজ্ঞেস করছে যে কেন পরিবর্তন যাত্রা বের করা হচ্ছে? সব তো ঠিকই চলছে। আজ রাজবংশী সমাজকে আমার বার্তা, কোনও বিধায়ককে পরিবর্তন করার লক্ষ্য নয়। এই যাত্রা অন্য কোনও মন্ত্রীকে সরিয়ে বিজেপির মন্ত্রীকে নিয়ে আসার পরিবর্তন যাত্রা নয়। এই যাত্রা বাংলার স্থিতিকে পরিবর্তন করার যাত্রা। ঘুষের রাজনীতিকে পরিবর্তন করার যাত্রা। যা মমতা দিদি বদলাতে পারছেন না।

এদিন জনসমাবেশ থেকে অমিত শাহ বলেন, আপনারা বাংলায় পরিবর্তন আনলে মানুষ তো দূর, পাখিরাও ঘুষ খাবে না। বিজেপিকে ক্ষমতায় আনলে এই বাংলাই তৈরি করব আমরা।

অমিত শাহ বলেন, অনন্ত মহারাজের সঙ্গে দেখা করে এলাম। ঘুষের রাজনীতি কতটা ভয়ানক আকার ধারণ করেছে তা বুঝতে পারছি শুনে। কর্মসংস্থান ফিরিয়ে দিতে এই পরিবর্তন যাত্রা। হিংসার বদলে বিকাশ আনার জন্য এই পরিবর্তন যাত্রা। কৃষকদের দুর্দশা বন্ধ করার, বোমাবাজি বন্ধের পরিবর্তন যাত্রা।

পাশাপাশি এদিন শাহ হুঁশিয়ারি দেন, ২০০-এর বেশি আসনে জিতে বাংলায় ক্ষমতায় আসব। অনেক সুযোগ দিয়েছি মমতা দিদিকে। কিন্তু উনি বাংলার ভাল করেননি। এবার নরেন্দ্র মোদীজিকে সুযোগ দিন আপনারা। দেখুন পাঁচ বছরে সোনার বাংলা বানাব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*