ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা করবঃ অমিত শাহ

Spread the love

রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনুন। পাঁচ বছরে বাংলাকে সোনার বাংলা বানাবো। অনুপ্রবেশককারী মুক্ত বাংলা বানাবো। দুর্র্নীতি মুক্ত বাংলা বানাবো।” কোচবিহারের রাসমেলা ময়দান থেকে প্রাকনির্বাচনী প্রচারের কাজ এভাবেই সারলেন বিজেপির শীর্ষ নেতা ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্যকে সোনার বাংলায় পরিণত করার ডাক বিজেপি অনেক দিন আগেই দিয়েছে। তবে এদিন কোচবিহারের সভা থেকে অমিত শাহ যা বললেন তাতে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রকল্পের কোথাও তিনি জানালেন। অমিত শাহ এদিন বলেন, “এই রাজ্যে কংগ্রেস-সিপিএম-তৃণমূল ক্ষমতায় এসেছে। কিন্তু কেউ রাজবংশীদের জন্য কিছু করে নি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র, ২৫০ কোটি টাকায় পঞ্চানন বর্মার নামে স্মারক করা হবে। পঞ্চানন বর্মার জন্মস্থান থেকে মদনমোহন মন্দির পর্যন্ত পুরো এলাকা জুড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ভারতের জাতীয় পর্যটন মানচিত্রে এই জায়গার নাম তোলা থাকবে।”

এদিন অমিত শাহ বলেন, “কেন্দ্রের কিষান সম্মান নিধি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের নিতে দেননি। কারণ তিনি ভেবেছেন এই প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পেলে তারা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরক্ত হয়ে পড়েন, তাই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রকল্প আটকে দিয়েছেন। কেন্দ্র চাইলেও এই সব প্রকল্পের সব সুবিধা তিনি রাজ্যের মানুষদের পেতে দেননি।”

অমিত শাহ এদিন বলেন, “পরিবর্তন যাত্রা নিয়ে মমতাদি কটাক্ষ করছেন। আমি বলছি এই পরিবর্তন যাত্রা মুখ্যমন্ত্রী বদলের পরিবর্তন যাত্রা নয়, বিধায়ক পরিবর্তনের যাত্রা নয়, এই পরিবর্তন যাত্রা বাংলায় প্রকৃত পরিবর্তন আনার জন্য পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা অনুপ্রবেশকারীদের রুখে দেওয়ার পরিবর্তন যাত্রা।পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা।বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে একটি পাখিও বাংলায় অনুপ্রবেশ করতে পারবে না।”

তবে এই সভা থেকে রাজ্যে নাগরিকত্ব আইন চালু করার প্রসঙ্গটি অমিত শাহ যত্নের সঙ্গে এড়িয়ে গেছেন। রাজবংশীরা সি এ এ আইনের বিরুদ্দে প্রতিবাদে নেমে ছিলেন। তাই তিনি এই প্রসঙ্গত কৌশলে এড়িয়ে রাজবংশীদের উন্নয়ন ও অনুপ্রবেশকারীদের উত্তরবঙ্গে জায়গা হবে না বলে পরিস্থিতি ওসামলেছেন। যদিও রাজবংশীরা এদিনের সভায় অমিত শাহের মুখ থেকে সি এ এ নিয়ে স্পষ্ট বার্তা প্রত্যাশা করেছিল, শেষ পর্যন্ত সেটা তাদের শোনা হলো না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*