মতুয়া-আন্দোলনের গর্ভগৃহ থেকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ৷ সরাসরি বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না হারবেন, ততক্ষণ তিনি বারবার ঠাকুরনগরে আসবেন৷’’
উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের সংখ্যা বেশি৷ ওই এলাকা বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ সেখানকার সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির সদস্য৷ ফলে তিনি দীর্ঘদিন ধরেই ঠাকুরনগরে অমিত শাহের সভা করার পরিকল্পনা করছিলেন৷ গত 30 জানুয়ারি অমিত শাহের সভা হওয়ার কথা ছিল ঠাকুরনগরে৷ কিন্তু দিল্লিতে ইজয়ারেল দূতাবাসের অদূরে বিস্ফোরণের জন্য অমিত শাহের সেই সভা বাতিল হয়৷
এদিন তাই সভার শুরুতে অমিত শাহের মুখে সেই কথা উঠে এসেছে৷ তিনি বলেন, শান্তনুকে বলেছিলাম যে ঠাকুরনগরে আসব৷ আগেরবার আসতে পারিনি৷’’ কিন্তু তাঁর কাছ থেকে উপস্থিত জনতা যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুনতে চায়৷ তাই তিনি দেরি না করে এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন৷
Be the first to comment