প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে এবার একদা দেশের পরিবার পরিকল্পনার স্লোগান ‘হম দো হামারে দো’ উল্লেখ করলেন রাহুল গান্ধী।
বৃহস্পতিবার সংসদে কটাক্ষের সুরে রাহুল গান্ধী বলেন, ‘আপনাদের সকলের মনে আছে নিশ্চয়, আমরা পরিবার পরিকল্পনার জন্য বলি ‘হাম দো হামারে দো’। এই সরকারের কাছে ওই স্লোগানের নতুন মানে রয়েছে। দেশ চালাচ্ছেন চারজন। হাম দো হামারে দো’।
কৃষক ইস্যুতে এদিন সংসদে ফের সরব হন রাহুল। তিনি বলেন, ‘আপনাদের মনে হয়, এটা কৃষক বিক্ষোভ। কিন্তু, আপনারা ভুল ভাবছেন। এটা ভারতের আন্দোলন, কৃষকরা শুধুমাত্র সামনে রয়েছেন’। উল্লেখ্য, এর আগেও একাধিকবার কৃষক ইস্যুতে সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী। দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভস্থল যেভাবে ব্যারিকেড দিয়ে ঘিরছে কেন্দ্র, তাতে ভারতের মর্যাদা বড়সড়ভাবে ধাক্কা খেয়েছে, এ বিষয়েও সোচ্চার হন তিনি।
Be the first to comment